বুশফায়ার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অস্টেলিয়ার শহর পার্থের স্থানীয়দের মধ্যে অনেকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। করোনাভাইরাসের জন্য দেশটিতে চলচিলো লকডাউন। আর এরইমধ্যে এ ঘটনা ঘটলো। ঝড়ো বাতাসের কারণে আগুন আরও বিস্তৃত হচ্ছে। এতে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে ৭৫ কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এরইমধ্যে ৩০টি বাড়ি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
জীবন বাঁচাতে লকডাউনের আইন ভেঙে হলেও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান প্রিমিয়ার মার্ক ম্যাগোবান বলেছেন, তার রাজ্যের পরিস্থিতি খুবই নাজুক ও গুরতর। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এখন দুটি দুর্যোগ মোকাবেলা করছে, একদিকে আগুন, অন্যদিকে করোনা।