মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সঙ্গে আটক নেতাদের মুক্তি দেওয়ার কথা বলেছেন তিনি। স্টেট কাউন্সিলর অং সান সুচিকে অবৈধভাবে আটক রাখার নিন্দাও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জনসন বলেছেন, গণতন্ত্রকে অবশ্যই সম্মান করতে হবে।
সোমবার সকালে জনসন এক টুইট বার্তায় জানান, আমি এ অভ্যুত্থানের নিন্দা জানাচ্ছি এবং অং সান সুচিসহ মিয়ানমারে বেসামরিক নাগরিকদের বেআইনিভাবে আটকের নিন্দা জানাচ্ছি।
এদিকে, বিশ্ব নেতারাও মিয়ানমারের এ ঘটনায় সেনাবাহিনীর নিন্দা করছে। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, তুরস্ক, সিঙ্গাপুর অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। এছাড়া জাতিসংঘ থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় সরব হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সেই তালিকায় শরিক হলেন।
জানা যায়, গত বছরের নির্বাচনে ৪৭৬ আসনের মধ্যে ৩৯৬টিতে জিতেছে অং সান সুচির দল। কিন্তু সেনাবাহিনীর অভিযোগ, নির্বাচনের ফলে জালিয়াতি করা হয়েছে। আর এ ঘটনার জেরে অং সান সুচি এবং সে দেশের প্রেসিডেন্টকে আটক করা হয়েছে।