কুয়েতে ভারপ্রাপ্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পালিয়ে দক্ষিণ কোরিয়ায়!

কুয়েতে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার পরিবার নিয়ে পালিয়ে দক্ষিণ কোরিয়া চলে গেছেন। ভারপ্রাপ্ত সেই রাষ্ট্রদূতের নাম রিউ হিউন-উ। গত সোমবার প্রকাশিত খবরে বলা হয়, রিউ ২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া পৌঁছান এবং আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু এতদিন এ খবর গোপন রাখা হয়। ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়ায় শীর্ষ বাণিজ্য পত্রিকা মেইল বিজনেস ডেইলিতে এ খবর প্রকাশ পায়।

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন কমিউনিস্ট দলের শাসন শুরুর পর দমন বা দারিদ্র থেকে বাঁচতে দেশটির প্রায় ৩০ হাজার নাগরিক পালিয়ে দক্ষিণ কোরিয়া চলে গেছেন। কিন্তু পালিয়ে যাওয়া ওই ব্যক্তিদের তালিকায় বেশিরভাগই সাধারণ নাগরিক। এত উচ্চ পর্যায়ের কূটনীতিকদের পক্ষ-ত্যাগের ঘটনা বেশ বিরল।

Scroll to Top