সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ততম স্থানে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই হামলায় বহু লোক আহত হয়েছেন। দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয় দেশটির মদিনী শহরের সাফুরা হোটেলের প্রবেশ মুখে। এতে দুইজন নিহত হয়েছে।
কে এই বোমা হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে মোগাদিসু সব সময় আল-কায়েদা সমর্থিত আল-শাবাব জঙ্গি গ্রুপের লক্ষ্য বস্তুতে পরিণত হয়ে আসছে। যাদের বিরুদ্ধে সরকার যুদ্ধ করছে।
প্রথম বিস্ফোরণের পর পুলিশ কমিশনার মো. হোসেন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, “এই গাড়ি বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিক ভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। বিস্ফোরণ স্থলে এখনো আগুন জ্বলছে।” প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানান, “মৃত সংখ্যা কয়েক ডজন হবে।”
ঘটনাস্থল থেকে বিবিসির সোমালিয়ার একজন রিপোর্ট বলেন, বোমা বিস্ফোরণের পর সাফারি হোটেল ধসে পড়েছে। ধ্বংস্তুপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা মুহিদিন আলী বার্তা সংস্থা এএফপিকে জানান, “এতো বড় বিস্ফোরণ আমি আগে কখনো দেখিনি, এটা পুরো এলাকায় ধ্বংস করে দিয়েছে।” খবর বিবিসি
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ