মোজাম্বিকে আরও ৫০ জনের শিরশ্ছেদ করল জঙ্গিরা

গত পাঁচ দিনের ব্যবধানে পূর্ব আফ্রিকার রাষ্ট্র মোজাম্বিকের উত্তরাঞ্চলের এক গ্রামে আরও ৫০ জনের শিরশ্ছেদ করেছে সশস্ত্র জঙ্গিরা। এর আগে গত ৫ নভেম্বর দেশটির বিদ্রোহকবলিত উত্তর-পূর্ব অঞ্চলে একইভাবে ২০ জনকে হত্যা করা হয়।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা স্থানীয় একটি ফুটবল মাঠকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের’ স্থান হিসেবে ব্যবহার করেছে। অন্য কয়েকটি গ্রামে আরও কয়েক জনকে হত্যা করা হয়েছে।

২০১৭ সাল থেকেই গ্যাস সমৃদ্ধ ক্যাবো দেলগাদো প্রদেশে এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে। মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে গত কয়েক বছরে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ঘরছাড়া হয়েছেন ৪ লাখ ৩০ হাজারের বেশি।

স্থানীয়রা জঙ্গিদের হাত থেকে মুক্তি পেতে শান্তিচুক্তির দাবি তুলেছেন। এদিনের হামলার সময় গ্রাম থেকে যারা পালাতে চেয়েছেন, তাদের ধরে ধরে ফুটবল মাঠে নেয়া হয়।

সম্প্রতি ওই অঞ্চলে জঙ্গিরা যেসব হামলা বা নৃশংসতা চালিয়েছে এর মধ্যে সবশেষ এতগুলো মানুষের শিরশ্ছেদ সবচেয়ে নৃশংস ও ভয়াবহ।