সন্দেহভাজন জঙ্গিরা পূর্ব আফ্রিকার রাষ্ট্র উত্তর মোজাম্বিকের একটি অনুষ্ঠানে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনের শিরশ্ছেদ করেছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই কিশোর। গত সেমাবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। দেশটির বিদ্রোহকবলিত উত্তর-পূর্ব অঞ্চলের সর্বশেষ সহিংস ঘটনা এটি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত ২০ জনের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন কিশোর। তাদের মৃতদেহগুলো একটি বনের মধ্যে ছড়ানো–ছিটানো ছিল।
গত কয়েক সপ্তাহে ওই অঞ্চলে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা।
মুয়েদা জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় লোকজন বনের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সেখান থেকে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারে। ৫০০ মিটার এলাকাজুড়ে ২০টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, গত মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অনেক লাশ বিকৃত হয়ে গেছে। মৃতদেহের সৎকার করা হচ্ছে। মোজাম্বিকের সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।