গোটা বিশ্ব যখন মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় দিশেহারা, তখন প্রাণঘাতী এই ভাইরাসের কবল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কারও শরীরে ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।
দীর্ঘ পাঁচ মাস পর এই ব্যতিক্রমী দিনটি দেখল অস্ট্রেলিয়া। গত ৯ জুনের পর দেশটিতে এই প্রথম এমন ঘটনা ঘটল। খবর বিবিসির।
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণে ভিক্টোরিয়া রাজ্য ছিল অস্ট্রেলিয়ার এপিসেন্টার। ১১২ দিন লকডাউনের পর সেখানে গত টানা দুই দিন কোনো নতুন আক্রান্তের খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় সামনের দিনগুলোতে করোনার বিধিনিষেধগুলো শিথিল করা হবে।
নতুন সংক্রমণ ধরা না পড়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট, “আমাদের দারুণ সব স্বাস্থ্যকর্মী এবং সর্বোপরি অস্ট্রেলিয়ান জনসাধারণকে ধন্যবাদ।”
করোনাভাইরাস পরিস্থিতি শুরু থেকেই অস্ট্রেলিয়া সরকার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে ২৭ হাজার; এর মধ্যে মৃত্যু হয়েছে ৯০০ জনের।