ভক্তদের নপুংসককরণ : সিবিআই জেরার মুখে রাম রহিম

ভক্তদের অজান্তেই নপুংসক করার অভিযোগ উঠেছিল ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে। দুই বছর আগে এ নিয়ে মামলাও শুরু হয়েছিল।

এবার ওই মামলায় বয়ান রেকর্ড করল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।
কোলকাতার পত্রিকায় জানায়, আদালতের বিশেষ অনুমতি নিয়ে বুধবার রোহতকের জেলে রাম রহিমের বয়ান রেকর্ড করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা।

জেরায় তদন্তকারীরা জানতে পারেন, তার কোনো অনুগামীর সঙ্গে যাতে সাধ্বীদের শারীরিক সম্পর্ক তৈরি হতে না পারে, সেই কারণেই এক কাজ করত রাম রহিম।

তবে রাম রহিমের দাবি ছিল, ‘নপুংসক করার মাধ্যমেই ভক্তদের ঈশ্বরের উপলব্ধি হবে।’
সিরসায় ডেরার এক ভক্ত হংসরাজ চৌহান অভিযোগ করেন, ২০০০ সালে তাকে নপুংসক করানো হয়েছিল। এর বছর দুয়েক পরে ২০১২-তে আদালতের দ্বারস্থ হন হংসরাজ।

আদালতের কাছে একটি আবেদনে সে জন্য সিবিআই তদন্ত-সহ ক্ষতিপূরণের দাবি করেন তিনি।
সিবিআইয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন।

অভিযোগে হংসরাজের দাবি, ডেরার প্রায় ৪০০ ভক্তকে জোর করে নপুংসক করানো হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, হরিয়ানা, পঞ্জাব ও রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যের ভক্তদের নির্বীজকরণ করানো হয়েছিল।

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে ২০১৫ সালের জানুয়ারিতে এ নিয়ে রাম রহিমের বিরুদ্ধে মামলা করে সিবিআই। রাম রহিমের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও একাধিক অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top