হঠাৎ প্রকাশ্যে ট্রাম্প সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে যা বললেন হিলারি

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিলারি ক্লিন্টন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্সিয়াল ডিবেটের হারের জন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেছেন। সেন্ট লুইসে চূড়ান্ত পর্বের প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় তিনি যখন কথা বলছিলেন, তখন পিছনে দাঁড়িয়ে ট্রাম্প নানা রকম মুখবিকৃতি করছিলেন, আর তাতেই মনসংযোগ বিছিন্ন হয়েছিল বলে দাবি সাবেক এই ফার্স্ট লেডির।

হিলারির অভিযোগ, ‘‌সেন্ট লুইসের প্রেসিডেন্সিয়াল ডিবেটের আগেই ট্রাম্পের বিরুদ্ধে এক নারীকে আশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল। একটি ছোট্ট স্টেজে ডিবেটে অংশ নিতে হতো। যেখানেই দাঁড়াতাম, সেখানেই ট্রাম্প আমাকে অনুকরণ করত। আমার পিছনে দাঁড়িয়ে নানা রকম মুখভঙ্গি করত। আর তাতেই অস্বস্তি বোধ করতাম আমি। ডিবেটে মনসংযোগ ব্যহত হত। ’‌

অনেক দিন প্রকাশ্যে এভাবে নিজের ভেতরে থাকা ক্ষোভ প্রকাশ করেন হিলারি। তিনি বলেন, তার এই অঙ্গ-ভঙ্গির জেরে যে হার আমার হয়েছে, সেই বোঝা সারাজীবন বয়ে যেতে হবে বলেও আক্ষেপ করেছেন তিনি। এর জন্য তাঁর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন হিলারি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top