মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আগামী ৩ নভেম্বর। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ। এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মহামারির কাছে আত্মসমপর্ন করেছেন। এদিকে রবিবার হোয়াইট হাইজের চিফ অব স্টাফ সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প প্রশাসন করোনা মহামারি নিয়ন্ত্রণ করছে না, তারা ভ্যাকসিন ও চিকিৎসার বিষয়ে মনোযোগ দিচ্ছেন।
এরপরই বাইডেন বলেন, ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে তারা মহামারি নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। মার্কিনিদের রক্ষার প্রাথমিক দায়িত্ব থেকে সরে এসেছে তারা।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রবণতার মধ্যেই রবিবার নিউ হ্যাম্পশায়ারে সমাবেশে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, অন্য যে কোনও দেশের থেকে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে।
তিনি জানান, নিজের চিফ অব স্টাফসহ বেশ কয়েক সহযোগীর করোনা শনাক্ত হওয়ার পরও নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।