নেপাল-ভারত সীমান্তে নেপালি পুলিশ অফিসারকে হত্যা

রবিবার (১৮ অক্টোবর) নেপালের কৌলালি জেলার নেপাল-ভারত সীমান্তের কাছ থেকে দায়িত্বপালনরত এক নেপালি পুলিশ অফিসারের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

নিহত পুলিশ অফিসারের নাম গোবিন্দর বিকে। তিনি সহকারী পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খবরে বলা হয়েছে, রবিবার ভোরে ধাংগাদি সাব-মেট্রোপলিটন সিটি-১২-এর কাছে মোহনা নদী থেকে ওই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। এছাড়াও রাম বাহাদুর সোয়াদ নামে এক পুলিশ কনস্টেবলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাদের দুজনে শনিবার রাত সাড়ে আটটার দিকে মটরসাইকেলে চড়ে ধাংগাধি-১২ অস্থায়ী পুলিশ স্টেশন থেকে টহল দিতে বের হন। নদী থেকে তিন কিলোমিটার দূরে মটরসাইকেলটি পাওয়া যায়।

শনিবার রাত ১০ থেকে দুই পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সীমান্ত এলাকায় চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য খুন হয়েছেন।
: সাউথ এশিয়ান মনিটর

Scroll to Top