একটা করে আসনে দর্শক বসবে এবং অন্যটি ফাঁকা রাখার শর্তে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে খুলছে ভারতের প্রেক্ষাগৃহগুলো। তবে হল খুললেও যুগলদের পাশাপাশি বসা নিয়ে সঙ্কট দেখা দিয়েছে।
করোনা-বিধি মেনে সিনেমাহলে ঢুকলে সেখানেও এই দূরত্বটা তাদের সহ্য করতে হবে। ভারতের লকডাউন-৫ পর্বে কেন্দ্রীয় সরকারের সিনেমাহল খোলার নির্দিষ্ট দিনেও অবশ্য কলকাতায় ৮০ ভাগ সিনেমাহল বন্ধই থাকছে। হাতেগোনা সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স খুলবে।
তবে কাল শুক্রবার আরো কয়েকটি সিনেমাহল খোলার কথা। বেশ কয়েকটি হল আবার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছে। পূজার ঠিক আগে তারা দরজা খুলে দেবে।
জানা গেছে, বেশিরভাগ হল কর্তৃপক্ষ একসঙ্গে টিকিট কেটে আসা দর্শকদের পাশাপাশি বসার বিধিনিষেধ নিয়ে অস্বস্তিতে। একটি হলের মালিক বলছেন, একই পরিবারের দু’জন বা যুগলকে পাশাপাশি বসতে না দিলে অনেকেই হলবিমুখ হতে পারেন।
তবে তার আশা, চীন, জাপানের মতো অনেক দেশেই ধাপে ধাপে সিনেমাহলে দর্শক-সংখ্যা বাড়ানোর অনুমতি মিলছে। এখানে কী হবে, তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপরেই।
: আনন্দবাজার