ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানার বিভিন্ন এলাকা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে কার্যত বানভাসি ভারতের অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আগামী চব্বিশ ঘণ্টায় আরও ব্যাপক বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে রীতিমতো পানিতে ভেসে যাচ্ছেন এক ব্যক্তি।
পানির তোড়ে ভেসে যাওয়া ব্যক্তির ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এছাড়া শহরের বিভিন্ন প্রান্তে কীভাবে খেলনার মতো ভেসে যাচ্ছে গাড়ি সেই ভিডিওটিও ভাইরাল হয়েছে।
অন্ধ্ররপ্রদেশ এবং তেলেঙ্গানা ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানার ১৪টি জেলার অবস্থা ভয়াবহ। পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা।
: আনন্দবাজার