দ. চীন সাগরে যুদ্ধবিমান ও ফ্রিগেট পাঠাল চীন

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকার কাছে মার্কিন ফ্রিগেটের চলাচল ঠেকাতে দুটি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার এবং একটি গাইডেড-ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট পাঠিয়েছে বেইজিং।

এর আগে তিন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস চ্যাফি দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের ১৬ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে গেছে।

ইরানি গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ারের আচরণকে চীন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুয়িং। এতে চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, উভয় দেশের অগ্রবর্তী ব্যক্তিদের জীবন এতে হুমকির মুখে পড়েছে।

ওয়াশিংটনের কাছে এ বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে বেইজিং। পাশাপাশি চীনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য দেশটির প্রতি আহ্বানও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top