মহামারী করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ভারতে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। ৬৩ দিন পর দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৮২ জন। পরিসংখ্যান অনুযায়ী, টানা ৬৩ দিন পর করোনার সংক্রমণ কমেছে ভারতে।
এদিকে, ৭৭ দিন পর ভারতে করোনায় মৃত্যুর সংখ্যাও কমেছে। গত সোমবার ভারতে করোনায় মারা গেছে ৬৯৬ জন। এর আগে ২৭ জুলাই এ সংখ্যা ছিল ৬৩৮।
ভারতে ৭১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ লাখ সুস্থ হয়ে গেছেন। এখনো করোনার সঙ্গে লড়ছেন ৮ লাখ ৪১ হাজার ৬৬৮ জন।