শ্রীলঙ্কার জাতীয় দলকে সার্ভিস দিয়ে আসছেন। এবার সেই থিসারা পেরেরা এবং দিনেশ চান্দিমাল সেনাবাহিনীর \’মেজর\’ হয়ে গেলেন। আর্মি কমান্ডার অফিসে শুক্রবার সকালে তাদের মেজরের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ব্যাজ পরিয়ে দুই ক্রিকেটারকে অভিনন্দন জানান ডিফেন্স স্টাফ প্রধান ও আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র সিলভা।
মেজর পদে নিযুক্ত থিসারা পেরেরা এর আগেও গাজাবা রেজিমেন্টের সাথে কাজ করেছেন। এই পদে নিযুক্ত আরেক ক্রিকেটার ও দিবারাত্রির টেস্টে শ্রীলঙ্কার প্রথম অধিনায়ক দীনেশ চান্দিমাল আছেন শ্রীলঙ্কান আর্মি অর্ডন্যান্স কোরপস রেজিমেন্টে। গতকাল ৯ অক্টোবর শুক্রবার সম্মানসূচক মেজর পদে আনুষ্ঠানিকভাবে তাদের নিয়োগ দিয়েছে লঙ্কান আর্মি।
শ্রীলঙ্কার সেনাবাহিনীতে সম্মানসূচক মেজর পদের অধিকারী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন থিসারা ও চান্দিমাল দুইজনই। এক টুইট বার্তায় থিসারা বলেন, \’দেশ আমার কাছে সবসময় সবার আগে, সবসময় তাই থাকবে।
সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক দলে নিয়োগ পেলাম।\’ চান্দিমাল তার টুইটে লিখেছেন, ‘সত্যিই অনেক সম্মান ও গর্বের মুহূর্ত। আনুষ্ঠানিকভাবে আজ থেকে আর্মি ভলান্টিয়ার ফোর্সে নিযুক্ত হলাম।\’