তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের তুপরাস তেল শোধনাগারে বিস্ফোরণে অন্তত ৪ শ্রমিক নিহত হয়েছে। বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে জেলা গভর্নর বায়রাম ইলমাজ।
ইলমাজ জানান, দীর্ঘদিন ধরে অব্যবহৃত নাফ্লা ট্যাংক বিস্ফোরিত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, বিস্ফোরণের পর তেল শোধনাগারে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। তাই কাজ আবার শুরু হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে এই বিস্পোরণের ঘটনা ঘটনা ঘটে। সূত্রঃ ডেইলি সাবাহ তুর্কি
বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ