দীর্ঘ বন্ধের পর গত সোমবার থেকে খুলেছে ভারতের তাজমহল। সোমবার ভোর ৫.৩৯ মিনিটে প্রথম দর্শনার্থী হিসেবে একজন চীনা নাগরিক তাজমহলে প্রবেশ করেন৷ ওই নাগরিকের নাম লিয়াং চিয়াচেং৷
সাধারণ সময়ে তাজ মহলে দৈনিক ২০ থেকে ৪০ হাজার দর্শনার্থী ঘুরতে যান৷ করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে দু\’টি ব্যাচে সারাদিনে মোট ৫ হাজার দর্শনার্থীকে তাজ মহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ পর পর দু\’টি ব্যাচের মধ্যে প্রথম ব্যাচটি চলবে সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত৷ দ্বিতীয় ব্যাচে প্রবেশের সময় বেলা ১২.৩০ থেকে সূর্যাস্ত পর্যন্ত৷
সোমবার মোট ১ হাজার ২৩৫ জন দর্শনার্থী তাজমহলে গিয়েছিলেন৷ তার মধ্যে ২০ জন বিদেশি ছিলেন৷ করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে তাজ মহলে এখন কাউন্টার থেকে টিকিট দেওয়া বন্ধ রয়েছে৷ তার বদলে ই টিকিট কেটে ঢুকতে হচ্ছে দর্শনার্থীদের৷ প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি দর্শনার্থীদের হাত এবং পা ভাল করে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে৷