আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান অ্যান্তোনিও গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এই আহ্বান জানান।

গুতেরেস বলেন, ‘বর্তমানে আমাদের সামনে বহুপক্ষীয় ও নানামুখী সমস্যার আধিক্য রয়েছে। তবে বহুপক্ষীয় সমাধান নেই। জলবায়ু পরিবর্তন দ্রুত হচ্ছে। বায়োডারভারসিটি ভেঙে পড়ছে। বিশ্বব্যাপী দারিদ্র্য বাড়ছে।

ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। ভূ-রাজনৈতিক সমস্যা দ্রুত গতিতে বাড়ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে মহামারি করোনাভাইরাস। যেটা বিশ্বকে আরও কোনঠাসা করে ফেলেছে। একমাত্র ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে উক্ত সমস্যাগুলোর মোকাবিলা করতে পারি আমরা। এক্ষেত্রে আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।’

সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে বিশ্বের ২০০টি দেশ অংশ নিয়েছে। যেখানে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতারা বিশ্বের নানাবিধ সমস্যা ও তার সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

Scroll to Top