ক্ষমতা গ্রহণের পর দিন দিন মিথ্যার আশ্রয় নিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন গড়ে পাঁচটি মিথ্যা বলেছেন এবং লক্ষ্য করার বিষয় তার এই মিথ্যা বলার প্রবণতা গত ছয় মাসে বেড়েছে।
ফ্যাক্ট চেকার নামের একটি জরিপ দল এ তথ্য দিয়েছে। জরিপ দলটি মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হয়ে কাজ করে।
প্রভাবশালী সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতার মেয়াদকালে ২৬৩ দিনে ১ হাজার ৩১৮টি মিথ্যা কথা বলেছেন ট্রাম্প।
জরিপে আরো বলা হয়, গেলো এক বছরে ট্রাম্পের মিথ্যা দাবি ও বিবৃতির সংখ্যা প্রায় দুই হাজার ছাড়িয়েছে।
এতে বলা হয়, বক্তব্য-বিবৃতি দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভেতরে সর্বোচ্চ মাত্রায় গিয়ে কথা বলার প্রবণতা রয়েছে এবং সেখান থেকে মিথ্যাগুলো তৈরি হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প তার ট্যাক্স পরিকল্পনা ও ট্যাক্স কাটছাঁট করার বিষয়ে মিথ্যা বলেছেন। এমনকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কেও মিথ্যা কথা বলেছেন ট্রাম্প।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ