টুইটারে বেশ ব্যস্ত থাকতে ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত নিজের কর্মপন্থা এবং মতামত ব্যক্ত করেন এই মাইক্রোব্লগিং সাইটের মাধ্যমে।
ট্রাম্পের একটি টুইট মানেই ব্যাপক আলোচনা কিংবা সমালোচনা। তার টুইটারে চোখ রাখেন সবাই। কিন্তু এবার আর আলোচনা বা সমালোচনা নয়, ট্রাম্প টুইট করামাত্র জমে উঠবে মেঘ, সেখানে গর্জাবে বজ্র।
ফ্রান্সের মার্সেলির এক শিল্পী পার্সে। কিন্তু একটি যন্ত্র বানিয়েছেন। এটা মূলত এক ধরনের প্রদ্বীপ। ওটার ভেতরে মেঘ দেখতে পারবেন। ট্রাম্প কোনো টুইট করামাত্র এই প্রদ্বীপের মধ্যে মেঘ জমে উঠবে। মেঘের ভেতরে থেমে থেমে বিদ্যুতের ঝলকও দেখবেন।
তাও আবার রিয়েল টাইমে। ট্রাম্প টুইট করেছেন তো ঘটনা ঘটে যাবে। জমা মেঘের ভেতরে বজ্রপাত ঘটবে।
এটাকে বলা হচ্ছে পলিটিক্যাল ল্যাম্প। এই প্রদ্বীপটি কেবল ট্রাম্পের টুইটের খোঁজ রাখে। এর মাধ্যমে শিল্পী বোঝা চেয়েছেন যে, সোশাল মিডিয়ায় একজন মানুষের কিছু কথা লাখ লাখ মানুষের ভাগ্য নির্ধারণ করে। তবে তার সেই কথার
বিষয়টা যাই হোক না কেন, এই শিল্পী সত্যিকার অর্থেই এক অসাধারণ জিনিস তৈরি করেছেন।
দেখুন ভিডিও-তে
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল