জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়কারী প্রতিষ্ঠান অকিউপেশনাল সেফটি এন্ড হেলথ এডমিনিস্ট্রেশন (OSHA) জানিয়েছে যে, সুদানের ভয়াবহ বন্যায় পাঁচ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অত্যাধিক বৃষ্টিপাতে নীলনদের পানি বৃদ্ধি পাওয়ায় সুদানে এমন বন্যা দেখা দেয়।
জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রতিষ্ঠান এক বিবৃতিতে বলে, ভয়াবহ বন্যায় সুদানের ১৮টি প্রদেশের মধ্যে ১৭টি প্রদেশের পাঁচ লক্ষ ৫৭ হাজার ১৩০জনের মতো ক্ষতির সম্মুখীন হন।
বিবৃতিতে আরো বলা হয়, সুদানের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হলো, খরতুম, দক্ষিণ দাফুর ও সিনার। তাছাড়া বন্যায় ঘর বিধ্বস্ত হয় এক লক্ষ ১১ হাজার ৪২৬টি।
তাছাড়া বিবৃতিতে স্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ করে বলা হয়, গত জুলাই থেকে শুরু হওয়া অতিবৃষ্টির দরুন বন্যাবস্থা দেখা দেয়। বন্যার কারণে নানা রকম রোগের প্রাদুর্ভাবে দিচ্ছে বন্যার্ত অঞ্চলগুলোতে। এছাড়া করোনারোধে গৃহীত পদক্ষেপ চরমভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে।
সুদানের সিভিল ডিফেন্সের তথ্য মতে, বন্যায় এ পর্যন্ত ১০৩ জন মৃত্যু বরণ করেন এবং একাধিক লোক বন্যায় পানিতে আহত হন। তাছাড়া কৃষি জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
এবার নীল নদের পানি ১৭.৬২ মিটার বৃদ্ধি পায়। বিগত এক শ বছরের পর্যবেক্ষণে এবারই প্রথম অস্বাভাবিক পরিমাণ পানি বৃদ্ধি পায়।
জাতিসংঘে সুদানের স্থায়ী প্রতিনিধি আন্তর্জাতিক সংস্থাগুলোকে জরুরি সহায়তা দিয়ে বন্যা মোকাবেলায় সুদান সরকারের পাশে এগিয়ে আসার আহ্বান জানায়।