সীমান্ত বিবাদ নিয়ে বহুবার সংঘর্ষে জড়িয়েছে ভারত-চীন। কারন ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের। সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত। লাদাখের বিরোধপূর্ণ সীমান্তে দ্বিপাক্ষিক সমঝোতা ভেঙে ভারতীয় সেনারা ফাঁকা গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে চীন।
প্যাংগং হ্রদের দক্ষিণ তীরে সোমবার দু\’পক্ষের মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তারা।
মঙ্গলবার চীনের সামরিক বাহিনীর দাফতরিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটির পশ্চিমাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র ঝ্যাং শুইলি জানিয়েছেন, পরিস্থিতি স্থিতিশীল করতে চীনের সীমান্ত রক্ষীরা ‘পাল্টা পদক্ষেপ’ নেয়। তবে চীনের সীমান্ত রক্ষীদের নেয়া ‘পাল্টা পদক্ষেপ’ কী ছিল, চীনের সৈন্যরাও সতর্কতামূলক গুলি ছুড়ছে কি না, বিবৃতিতে এসব পরিষ্কার করে বলা হয়নি।
বিবৃতিতে ঝ্যাং বলেন, তাৎক্ষণিকভাবে বিপজ্জনক আচরণ বন্ধ করার জন্য এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে তা নিশ্চিত করতে যারা গুলি করেছে কঠোর তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে শাস্তি দেয়ার জন্য ভারতীয় পক্ষকে অনুরোধ করেছি আমরা।
: রয়টার্স