এবার ইমরান খান সরকারের কাশ্মীরনীতির সমালোচনা করেছেন পাকিস্তানের প্রভাবশালী ডানপন্থী রাজনীতিবিদ এবং জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজল-উর-রেহমান। কাশ্মীর ইস্যু এবং এ অঞ্চলের জন্য নীতিমালা পরিচালনার ক্ষেত্রে ইমরান সরকার অদক্ষতার পরিচয় দিয়েছেন বলে দাবি তাঁর।
সম্প্রতি পেশোয়ারে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে গত বছর ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর থেকে কাশ্মীরে ভারতীয় পদক্ষেপের মোকাবেলায় ব্যর্থ হওয়ার ইমরান সরকারের নিন্দা করেছেন তিনি।
মাওলানা ফজল-উর-রেহমান বলেন, \’ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে এবং কৌশলগতভাবে অঞ্চলটিকে তার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে আমাদের নিচের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা গতকাল কী ভাবছিলাম এবং আজ আমরা কী ভাবছি? গতকাল আমরা ভেবেছি, কিভাবে শ্রীনগরকে নিয়ন্ত্রণে নেব। আর আজ আমরা ভাবছি, কিভাবে মোজাফফরাবাদকে বাঁচানো যায়। মাওলানা এএনআইয়ের বরাত দিয়ে বলেছিলেন যে, পাকিস্তান এখন আর ক্ষমতাসীন সরকারের অধীনে কাজ করতে পারে না।
মাওলানা ইমরান খানের স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তাঁর দল দেশে আইন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।
ভারত গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার প্রথম বার্ষিকী পালন করেছে।
: জাস্ট আর্থ নিউজ