পরপর দু’দিন আকাশসীমায় ঢুকে পড়ল মার্কিন গুপ্তচর বিমান ইউ-টু, ক্ষোভে ফুঁসছে চীন

আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি উসকে দিল চীন। আকাশসীমা পার হওয়া নিয়ে আমেরিকার বিরুদ্ধে বড়সড় অভিযোগ। তাদের দাবি, আকাশসীমা পেরিয়ে মার্কিন গুপ্তচর বিমান ঢুকে পড়েছে চীনা ভূখণ্ডে।

বেইজিংয়ের দাবি, মার্কিন গুপ্তচর বিমান ইউ-টু চীনের আকাশসীমায় উড়তে দেখা গিয়েছে। অনেক বেশি উচ্চতায় উড়তে সক্ষম এই সুদক্ষ বিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অস্ত্র, যা দিয়ে চীনের ওপর নজর রাখছে আমেরিকা।

উল্লেখ্য, আমেরিকার এই গুপ্তচর বিমান ৭০ হাজার ফুট উপর দিয়ে যেকোনও মিসাইল হামলা থেকে নিজেকে বাঁচিয়ে উড়ে যেতে সক্ষম। ফলে চিনের কাছে এটি বড় হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

জানা গিয়েছে, চিনের পিপলস লিবারেশন আর্মির নর্দান কমান্ড যখন সেনা মহড়ায় ব্যস্ত ছিল, তখন চিনের আকাশসীমায় নজরদারি চালিয়েছে মার্কিন গুপ্তচর বিমান।

এই প্রসঙ্গে, ওয়াশিংটন জানিয়েছে, আন্তর্জাতিক বিধি মেনেই এশিয়া-প্যাসিফিকে উড়ছে ইউ-টু বিমান। এই বিমান কোনও আন্তর্জাতিক বিধিভঙ্গ করেনি। পাল্টা তাদের দাবি, চিন এই বিমানগুলিকে আগে থেকে চিনে নিতে না পারায়, ক্ষোভে ফুঁসছে, তাই ভিত্তিহীন কথা বলছে।

দক্ষিণ চিন সাগরের মহড়ায় দুটি শক্তিশালী যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে আমেরিকা। গত ৬ বছরে দক্ষিণ চিন সাগরে এই ছবি দেখা যায়নি। ফলে চিনের নতুন করে ক্ষমতা বিস্তারের প্রেক্ষাপটে এমন ঘটনা রীতিমতন উদ্বেগে রাখছে দক্ষিণ এশিয়াকে। মার্কিন বি-১ এস, বি-২এস বিমান রয়েছে দক্ষিণ চিন সাগরে। এছাড়াও জাপানের তাবড় যুদ্ধ জাহাজ সেখানে মজুত রয়েছে, যা নিয়ে চিন কিছুটা হলেও ভয় পেয়েছে বলেই মনে করা হচ্ছে।

মার্কিন স্বাস্থ্যসচিব অ্যালেক্স আজারের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। চীনের চোখরাঙানির শিকার হতে হচ্ছে এ বিষয়ে আগে থেকেই সুর চড়াচ্ছিল তাইওয়ান। মার্কিন স্বাস্থ্যসচিবের সফরকে ভালো চোখে দেখেনি চীনও।

১৯৭৯ সালের পর থেকে তাইওয়ানের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক রাখেনি আমেরিকা। তৎকালীন পরিস্থিতিতে চীনের পক্ষ নিয়েই এই পদক্ষেপ নিয়েছিল তারা। তবে ইদানিং চীন-আমেরিকা সম্পর্কের অবনতির পর সেই ছবি বদলে গেছে। তাইওয়ান চীনেরই অংশ বলে বরাবরের দাবি বেইজিংয়ের।

Scroll to Top