মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ পরামর্শকের পদত্যাগের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যৈষ্ঠ পরামর্শক কেলিয়ানি কনওয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে কনওয়ে বলেছেন, আগস্টের শেষে তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি তার সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান এবং নাটকীয়তাকে দূরে ঠেলে ঠিকভাবে মায়ের দায়িত্ব পালন করতে চান।

কনওয়ের স্বামী জর্জ ট্রাম্পের একজন সমালোচক। রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন জর্জও। ট্রাম্প প্রশাসনে চার বছর ছিলেন কনওয়ে। হোয়াইট হাউজে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী এ নারী ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

হোয়াইট হাউজের জ্যৈষ্ঠ পরামর্শক হিসেবে তিনি ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প প্রশাসনে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত কনওয়ে বলেছেন, তিনি স্বাধীনভাবেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যথাসময়ে সবাইকে জানাবেন।

: বিবিসি

Scroll to Top