ফের দোহায় আফাগানিস্তানের শান্তি আলোচনা

চলতি সপ্তাহে ফের তালেবানদের সঙ্গে শুরু হচ্ছে ইন্ট্রা-আফগান শান্তি আলোচনা বলে জানিয়েছে, আফগানিস্তানবিষয়ক জাতিসংঘের মিশন ইউএনএএমএ।

কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর ইউএনএএমএ এক টুইট বার্তায় এই তথ্য জানায়। বার্তায় বলা হয়েছে, সব ধরনের সহিংসতা পরিহার শান্তি আলোচনার পূর্বশর্ত। জাতিসংঘ আফগানিস্তানে শান্তিপ্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে।

তালেবান ও যুক্তরাষ্ট্রের ভেতর চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইন্ট্রা-আফগান শান্তি আলোচনার ভিত্তি তৈরি হয় এবং তা শুরু হয় ১০ মার্চ। তবে চুক্তি অনুযায়ী তালেবান বন্দিদের মুক্তি না দেওয়ায় শান্তি আলোচনা শুরু হতে বিলম্ব হচ্ছিল।

সম্প্রতি আফগানিস্তানের সরকারি জেলখানায় বন্দি পাঁচ হাজার বন্দির মধ্যে চার হাজার ৬৮০ জনকে মুক্তি দেওয়ায় শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সব পক্ষকে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।
: বখতার নিউজ

Scroll to Top