হিউস্টনের চীনা কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা

এবার হিউস্টনের চীনা কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্ট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার বিকালে কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েন তারা। খবর সিএনএন’র।

এর আগে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শুক্রবারের মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যের ওই কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দফতর।

সিএনএন জানায়, শুক্রবার বিকালে বেশ কয়েকটি ইউএসভি কালো গাড়ি, ট্রাক, দুটি সাদা রংয়ের ভ্যান এবং তালাওয়ালা ভ্যান কনস্যুলেটের ভেতরে ঢুকতে দেখা গেছে। এ সময় বাইরে বহু মানুষ ও ক্যামেরা হাতে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ভিড় করতে দেখা যায়।

মার্কিন কর্মকর্তারা শুক্রবার সাংবাদিকদের বলেন, টেক্সাসের একটি গবেষণা প্রতিষ্ঠানের জালিয়াতি তদন্তে কনস্যুলেটের সম্পৃক্ততা পাওয়া গেছে। চীনা ওই কনস্যুলেটের কর্মকর্তারা ‘গবেষকদের সঙ্গে সরাসরি যোগাযোগে জড়িত ছিলেন এবং কোন তথ্য সংগ্রহ করবেন সে বিষয়ে তাদের দিকনির্দেশনা দিচ্ছিলেন।’

Scroll to Top