পাকিস্তানের গন্ধর্ব সভ্যতার অংশ গৌতম বুদ্ধের বিরল মূর্তি ভাঙার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। আটকদের বিরুদ্ধে এএফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাটি উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের।
জেলা পুলিশ কর্মকর্তা জাহিদুল্লাহ জানিয়েছেন, মর্দন জেলার তখতভাই এলাকায় পানির লাইনের জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। সেই সময় বিরল মূর্তিটি খুঁজে পায় শ্রমিকেরা।
স্থানীয়দের অভিযোগ, মূর্তিটি খুঁজে পাওয়ার পর এক মৌলবী শ্রমিকদের ভয় দেখায়। সে দাবি করে, মূর্তিটি থাকলে ক্ষতি হতে পারে। সেই ভয়ে ঠিকাদারের নির্দেশে শ্রমিকেরা মূর্তিটি ভেঙে ফেলে।
পরে হাতুড়ি দিয়ে সেই মূর্তি ভাঙার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শেষপর্যন্ত ওই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাহিদুল্লাহ বলেন, \’বৌদ্ধ মূর্তি ভেঙে দেওয়ার জন্য আমরা ঠিকাদার কোমার জামান ও তার তিন কর্মী – আমজাদ, আলম এবং সালেন গ্রেপ্তার করেছি এবং তাদের থেকে মূর্তি কিছু অংশ উদ্ধার করা হয়েছে।\’
: হিন্দুস্তান টাইমস।