দ্রব্যমূল্য বৃদ্ধিতে সেনাদের মাংস খাওয়ানো বন্ধ করল লেবানন সরকার!

দেশটির অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর সদস্যদের খাবারের মেন্যু থেকে মাংস বাদ দিয়েছে লেবানন সরকার।

গতকাল মঙ্গলবার থেকেই সেনাবাহিনীর খাবারের তালিকা থেকে মাংস বাদ দেওয়া হয়েছে। আর গত ছয় মাসে দেশটিতে খাদ্যের দাম বেড়েছে ৭০ শতাংশ।

অন্যান্য খাদ্যপণ্যের দামও বেড়েছে। বিষয়টি বিবেচনা করে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে থাকা অবস্থায় মাংস পাবেন না বলে জানিয়েছেন সেনাবাহিনীর একজন মুখপাত্র।

জানা গেছে, সে দেশে ভেড়ার এক কেজি মাংসের দাম এখন ৮০ হাজার লেবানিজ পাউন্ড। অথচ মাস তিনেক আগে ভেড়ার মাংস ৩০ হাজার লেবানিজ পাউন্ডে পাওয়া যেত।

Scroll to Top