মহামারী করোনা এখনই শেষ হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারী করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব।আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে এখনই শেষ হওয়ার নয় করোনা সংক্রমণ। এমনকি বিশ্বমারী সংক্রমণ শেষ হওয়ার ধারে কাছেও নেই। সোমবার একথাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা সম্পর্কে প্রথম যখন জানিয়েছিল চীন, তারপর ৬ মাস কেটে গেছে। ১ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, ৫ লক্ষ মানুষের প্রাণ চলে গেছে। আরও অনেকে আক্রান্ত হতে পারেন। ভাইরাস এখনও অনেক জায়গায় সংক্রমণ ছড়াবে। মহামারী শেষ হওয়ার নাম মাত্র ইঙ্গিত নেই।

আধানম এ-ও বলেছেন, \”আমরা সকলে চাই ভাইরাস শেষ হোক। কিন্তু বাস্তবে আমরা শেষের ধারে কাছেও নেই। যদিও কিছু দেশ উন্নতি করছে তবু বিশ্বব্যাপী ভাইরাসের গতি ক্রমশই বাড়ছে।\” বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান মাইক রায়ান মাইক রায়ান জানিয়েছেন, প্রতিষেধক তৈরিতে উন্নতি হলেও কবে প্রতিষেধক মিলবে তার কোনও নিশ্চয়তা নেই।

কিছু দেশ আইসোলেশন, দ্রুত পরীক্ষা ও ট্র্যাকিংয়ের মাধ্যমে করোনা লড়াইয়ে সফল হচ্ছে। দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানির নাম নিয়ে একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Scroll to Top