এবার ভারতের বিহারেও জারি হল হাই অ্যালার্ট। এর আগে হাই অ্যালার্ট জারি করা হয় দেশটির দিল্লি শহরে। নেপাল সীমান্ত দিয়ে ওই রাজ্যে ঢুকতে পারে তালিবান ও জইশ-ই-মহম্মদের জঙ্গি। এই হুঁশিয়ারি আসার পরই বিহার স্পেশাল ব্রাঞ্চ রাজ্যের সমস্ত জেলায় সতর্কতা জারি করেছে। প্রতিটি জেলার পুলিশকেও পাঠানো হয়েছে সতর্কবার্তা। যে কোনওরকম সন্দেহজনক গতিবিধির ওপর রাখতে বলা হয়েছে কড়া নজর।
জানা গেছে, আইএসআই নেপাল সীমান্ত দিয়ে বিহারে ৫ থেকে ৬ জন তালিবান ও জইশ জঙ্গি পাঠানোর পরিকল্পনা করেছে। তারা পাকিস্তান সেনা বাহিনী থেকে প্রশিক্ষণ প্রাপ্ত।
পুলিশের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, এনআইএ’র কন্ট্রোল রুমে একটি হুঁশিয়ারি ইমেল এসেছে। পাঠানো হয়েছে একটি হিট লিস্ট। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য বিজেপি নেতাদের নাম রয়েছে। তাই কাশ্মীরের জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ, আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে।