নর্থ কোরিয়ার বিজ্ঞানীদের নতুন করে কঠিন জ্বালানির আরও রকেট ইঞ্জিন এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড তৈরির জন্য নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।
পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার হুমকির পর এ নির্দেশ দিলেন কিম। এছাড়া সাম্প্রতিক নিষেধাজ্ঞা নর্থ কোরিয়ার ওপর প্রভাব ফেলতে শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তারা যে মন্তব্য করেছেন তাতেও তিনি ক্ষিপ্ত হয়েছেন।
নর্থ কোরিয়ার ‘কেমিক্যাল ম্যাটেরিয়াল ইনস্টিটিউট অব দ্য অ্যাকাডেমি অব ডিফেন্স সায়েন্স’ পরিদর্শনের সময় কিমকে আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ও রকেট ইঞ্জিন তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানানো হয় বলে জানিয়েছে সিএনএন।
প্রকাশিত ছবিতে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দেখা যায়, যা আগে কখনও দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে কেমিক্যাল ম্যাটেরিয়াল ইনস্টিটিউটের কর্মকর্তাদের ‘নায়ক’ আখ্যা দিয়ে বিশেষ ধন্যবাদ জানান কিম।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ