ইন্টারনেটবিহীন দ্বিতীয় বছর পার করছে সংঘাত কবলিত রাখাইন

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর ব্যাপক \’জাতিগত নিধনযজ্ঞ\’ চালালে জীবন বাঁচানোর জন্য লাখ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এবার জানা যাচ্ছে, টানা এক বছর ইন্টারনেট নেই মিয়ানমারের সংঘাত কবলিত রাখাইন প্রদেশে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো অঞ্চল এত দীর্ঘ সময় ইন্টারনেট-বিহীন থাকার নজির নেই।

২০১৯ সালের জানুয়ারিতে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর গৃহযুদ্ধ শুরু হয়। একই সঙ্গে ধারাবাহিকভাবে নির্যাতনের শিকার হন রোহিঙ্গারা। ওই বছর ২১ জুন দেশটির সরকার কয়েকটি শহরে মোবাইল ডেটা বন্ধ করে দেয়।

হিউম্যান রাইটস ওয়াচ গত শুক্রবার মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘সরকারি শক্তি দিয়ে পৃথিবীর দীর্ঘতম সময়ের এই ইন্টারনেটহীন অবস্থা এখনই শেষ করা উচিত। ইন্টারনেটের অভাবে নাগরিকদের নিরাপদে থাকা কঠিন।\’

মিয়ানমার সরকার অবশ্য এখনই এই অচলাবস্থার অবসান ঘটাচ্ছে না। চলতি মাসের শুরুতে দেশটির একজন কর্মকর্তা বলেন, কমপক্ষে আটটি শহরতলী অঞ্চলে আগামী আগস্ট পর্যন্ত ইন্টারনেট সংযোগ দেয়া হবে না।

Scroll to Top