করোনাঃ বাংলাদেশসহ ১১১টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা

মহামারী করোনা প্রভাবে গোটা বিশ্বেই বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ। বাংলাদেশসহ ১১১টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। তবে বিশেষ পরিস্থিতিতে এটি শিথিল করা হবে বলে জানিয়েছে জাপান। এছাড়া জাপান ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।

শুক্রবার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় গত ২৫ মে থেকেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১০টি দেশকে জাপান ভ্রমণের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৩০ এপ্রিল ঢাকা থেকে টোকিও যাওয়া একটি চাটার্ড ফ্লাইটের চারজন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছিলেন।

বাংলাদেশসহ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১১১টি দেশে ১৪ দিনের মধ্যে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা-টোকিও বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে আগে থেকেই

Scroll to Top