তালেবানের পৃথক হামলায় আফগানিস্তানে নিহত ২১

আফগানিস্তানের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে তালেবানরা। তাদের একাধিক হামলায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছন। হামলার ঘটনাগুলো ঘটেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ ও জাজ্জান প্রদেশগুলেতে। দেশটির সরকারি কর্মকর্তারা বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তালেবান বিদ্রোহীরা জাজ্জান প্রদেশের আছা জেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে হামলা চালায়।এই হামলায় কমপক্ষে ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য মারা যান। সেই সঙ্গে আহত হন ছয়জন। বুধবার ভোরে কুন্দুজ শহরের উপকণ্ঠে তালেবানরা সেনা চেকপোস্টগুলোতে সমন্বিত হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন।

তালেবানররা এই হামলাগুলোর দায় স্বীকার করেছে। তাদের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, তালেবানদের বিরুদ্ধে একটি ‘বিশাল অভিযান’ করার পরিকল্পনা করা হয়েছিল। তবে তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে।

Scroll to Top