মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮৩ জনের। এছাড়া, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরও ১৬ হাজার ৭১৬ জন।
প্রাণঘাতী এই ভাইরাসের ধ্বংসলীলায় যখন দিশেহারা আমেরিকা, তখন দেশটির নিউইয়র্ক শহরে দেখা দিয়েছে নতুন রোগের প্রাদুর্ভাব। এই রোগেরও লক্ষণ করোনাভাইরাসের মতই।
জানা গেছে, নতুন এই রোগটি ছড়াচ্ছে এঁটেল পোকা থেকে। এই পোকার কামড়ের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি। আমেরিকার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এই রোগের লক্ষণও কোভিড-১৯ এর মতই। যেমন: জ্বর, মাথাব্যথা, শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া এবং মাংসপেশী ব্যথা।
আর এই লক্ষণগুলো বিষাক্ত এঁটেল পোকার কামড়ের এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রকাশ পায়।
: মেডিকেল ডেইলি