করোনাঃ ভারতে মন্দিরে শত শত ভক্তের ভিড়

ভারতে করোনাভাইরাসের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই বার্ষিক \’মন্দির উৎসব\’ উদযাপনের জন্য সামাজিক দূরত্বের নিয়ম লঙ্ঘন করে মাস্ক ছাড়াই শত শত মানুষ জড়ো হলেন কর্নাটকের হাভরি জেলায় এক মন্দিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে অগণিত ভক্তদের।

মুখোশ ছাড়াই জমা হয়েছেন তারা। ছাদের উপর উঠে এবং সরু রাস্তার ধারে দল বেঁধে ভক্তরা ঐতিহ্যবাহী \’ওয়াগন রেস\’ দেখছেন। ওয়াগন রেস আসলে ষাঁড়ে টানা একটি অলঙ্কৃত গাড়ির শোভাযাত্রা। ভগবান রামলিঙ্গেশ্বরের উপাসনার উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা হয় এই রেসকে।

জেলা প্রশাসন নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ এর আগেই স্বল্প পরিসরে এই অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল এবং ওয়াগন প্রতিযোগিতা বাতিলও ঘোষণা করেছিল।

মার্চ মাসের শেষের দিক থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যে দেশব্যাপী লকডাউন জারি করে ভারত সরকার। তবে ৯ জুন থেকে সারা দেশে উপাসনালয়, মল এবং রেস্তোঁরা ফের চালু করার অনুমতি দেয়।

কর্নাটক সরকার এর আগে জানিয়েছিল যে রাজ্যের মন্দিরগুলো পুজো এবং প্রতিদিনের অনুষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে, তবে ধর্মীয় মেলা এবং অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।

এর আগে, এপ্রিলের শুরুতে, দেশব্যাপী লকডাউনের মাঝামাঝি সময়ে, কর্নাটকের কালবুর্গির একটি মন্দিরে ঐতিহ্যবাহী রথ উৎসবে শতাধিক মানুষের ভিড় জমে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে ভারত বর্তমানে বিশ্বে চার নম্বরে অবস্থান করছে। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯ হাজার ৬০৩ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৯০ জনের।
:এনডিটিভি।

Scroll to Top