সোমবার জরুরি অবস্থা তুলে নেওয়ার ক’দিনের মধ্যে আবার জাপানে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার একদিনে আরো ৬৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ জন। ১৪ মে’র পর একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
নতুন আক্রান্তের ২১ জন জাপানের দক্ষিণের শহর কিতাকিউশুর। ২৩ দিন ধরে সেখানে আক্রান্তের হার শূন্য ছিল। তারপর আবার বাড়তে শুরু করেছে। গত ৬ দিনে নতুন ৪৩ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা জেগেছে।
দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে হলো ১৭ হাজার ৪৩১ জন এবং মৃত্যু ৮৮৭ জনের।
এদিকে ১ জুন মধ্যরাত থেকে জাপানের রাজধানী টোকিও দ্বিতীয় ধাপে খুলবে। এই ধাপে স্কুল, প্রশিক্ষণ কেন্দ্র, জিম, থিয়েটার, শপিং মল ও অন্য অপ্রয়োজনীয় খুচরা দোকানপাট খুলবে জানান শহরের গভর্নর ইউরিকো কোইকে। রেস্তোরাঁ এখনো রাত ১০টায় বন্ধ করতে বলা হয়েছে।