করোনা: সৌদিতে বাড়ছে ভ্যাট, ভাতা স্থগিত

মহামারী করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। করোনা ভাইরাসের কারণে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। একইসঙ্গে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আজ সোমবার (১১ মে) সৌদির অর্থমন্ত্রী বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সৌদিতে বাড়ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। চলতি বছরের ১ জুলাই মাস থেকে তিনগুণ বাড়ছে ভ্যাট। ভ্যাটের পরিমাণ বেড়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। ২০১৮ সালের শুরুর দিকে দেশটিকে ভ্যাট প্রথা চালু হয়। আগামী জুন থেকে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, তেলের দাম কমায় ও মহামারি করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে লাগাম ধরতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয় থেকে ব্যয় বাড়ায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশটির বাজেটে প্রায় ৯শ কোটি ডলার ঘাটতি দেখা দেয়। এরপরে ভ্যাট বাড়ানো ও ভাতা স্থগিত করার সিদ্ধান্ত এলো।

Scroll to Top