বিদেশফেরত শত শত পাকিস্তানি করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে কার্যত অসহায় হয়ে পড়েছে বিশ্ববাসী।প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, করোনা মোকাবিলায় নাজেহাল অবস্থা পাকিস্তানের। দরিদ্র মানুষের জীবন-জীবিকা রক্ষায় লকডাউন তুলে নিতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

এমন অবস্থায় পরিস্থিতি আরও কঠিন করে দিচ্ছে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরা প্রবাসীরা। এদের মধ্যে শত শত বিদেশফেরতের করোনা পজিটিভ দেখা দিয়েছে।

এ ব্যাপারে কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান প্রায় ২০ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে। তাদের মধ্যে প্রচুর সংখ্যক অদক্ষ শ্রমিক রয়েছেন যারা উপসাগরীয় দেশগুলোতে করোনার লকডাউনের কারণে চাকরি হারিয়েছেন।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্য থেকে সিন্ধুতে ফিরে আসা ২ হাজার ৬৯ জন পাকিস্তানির মধ্যে ৫০০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত।

এদিকে উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একজন প্রবীণ সরকারী কর্মকর্তা জানিয়েছেন, পেশোয়ার শহরে প্রত্যাবাসন করা ১ হাজার ৬০০ প্রবাসীর মধ্যে ২০০ জনেরও বেশি করোনা পজিটিভ।
: দ্য ন্যাশনাল

Scroll to Top