যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তবে এই বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা খুবই আত্মবিশ্বাসী যে এই বছরের শেষেই আমরা একটি ভ্যাকসিন পেয়ে যাব।
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। তাদের বেশিরভাগই দাবি করেছেন যে এই বছরের শেষেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে করোনার প্রতিষেধক।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আমেরিকায় এখন পর্যন্ত (সোমবার বেলা পৌনে ১২টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৩৮৪ জন। মারা গেছেন ৬৮ হাজার ৬০০ জন।