প্রাণঘাতী করোনার ভ্যাকসিন তৈরিতে সাফল্যের খুবই নিকটে আমেরিকা: ডোনাল্ড ট্রাম্প

আমেরিকা মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সাফল্যের খুবই কাছাকাছি পৌঁছে গেছে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের সমন্বয়ক দেবোরাহ ব্রিক্সের সাথে এক আলোচনা সভায় ট্রাম্প জানান, আমাদের অনেক দক্ষ চিকিৎসক আছেন যারা ভ্যাকসিন তৈরিতে একটানা কাজ করে যাচ্ছেন।

করোনা যুদ্ধে ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জোর পদক্ষেপ নিচ্ছে। ব্রিটেন দাবি করেছে, আগামী আগস্টের মধ্যেই তারা করোনার ভ্যাকসিন বাজারে আনবে। সেই সাথে জার্মানি ও চীনেও চলছে ভ্যাকসিন তৈরির কাজ। এদিকে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাওসি এর আগে বলেছিলেন, ভ্যাকসিন বাজারে আসতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

Scroll to Top