প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে আমেরিকায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আশঙ্কা ছিল মৃত্যুর সংখ্যা অর্ধ লাখ ছাড়াবে যেকোনও মুহূর্তে। আর তা সত্যি করে করোনায় আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যামতে, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের, আর তাতেই মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আমেরিকায় বর্তমানে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ২৪৩ জন। দেশটিতে বর্তমানে মোট আক্রান্ত ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন। নিউইয়র্কে মৃত্যু হয়েছে ২০ হাজার ৮৬১ জনের, আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার ৫৮১।
বর্তমানে নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ জন। সেখানে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৮ জনের। ক্যালিফোর্নিয়া, ম্যাসচেস্টাস, পেনসিলভানিয়া, লিনিওস সর্বত্রই মৃতের সংখ্যা হাজারের বেশি। মিশিগানে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৭ জনের।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা। মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। আর এরপরেই এই তালিকায় নাম রয়েছে ইতালি, স্পেন ও ফ্রান্সের। সেখানেও প্রতিদিন চলছে মৃত্যুমিছিল। ইতালি ইতিমধ্যে মৃত্যুর বিচারে ২৫ হাজার ছুঁয়ে ফেলেছে।