করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। করোনাভাইরাস মোকাবেলায় ব্যক্তিগত দূরত্ব অনুসরণসহ স্বাস্থ্য বিভাগের বিধ- নিষেধ কখন এবং কিভাবে শিথিল করা যায় তা নিয়ে কাজ শুরু করেছে কানাডার বিভিন্ন প্রভিন্স ও টেরিটরির স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়কে প্রাধান্য দিয়ে কর্ম পরিকল্পনা তৈরির কাজ করছেন বলে জানানো হয়েছে।
তবে বিভিন্ন প্রভিন্সের রাজনৈতিক নেতৃত্বও অর্থনীতির চাকা ঘুরতে দেয়ার বিষয় নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। ইতোমধ্যে সাসকাচুয়ান, বৃটিশ কলম্বিয়া তাদের পরিকল্পনার কথা প্রকাশ করেছে। অন্টারিও একটি গাইডলাইন তৈরির জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করেছে।
কানাডার জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা ট্যাম সাংবাদিকদের বলেছেন, কোভিড-১৯ বিষয়ক বিশেষ কমিটি স্বাস্থ্য বিধিমালা শিথিল করার ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশনা তৈরির কাজ শুরু করেছি।
তিনি বলেন, অর্থনীতির চাকা খুলে দেয়া বা স্বাস্থ্য বিধির শর্তাবলী শিথিল করার ক্ষেত্রে কি পরিমাণ লোক নতুন আক্রান্ত হচ্ছে, কতজন হাসপাতালে ভর্তি হচ্ছে, ভাইরাস কতো দ্রুত ছড়াচ্ছে-এসব বিবেচনায় নেয়া হবে।
কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৮২৪। মারা গেছেন ২ হাজার ২৮ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩ হাজার ৯৮৬ জন।