যুক্তরাষ্ট্রে বিষাক্ত করোনা ছোবলে আরও ২৭৫১ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। কী মৃত্যু, কী সংক্রমণ, দুই দিক থেকেই এ ভাইরাস সারাবিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এ দেশে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৫১ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স এ তথ্য জানায়।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ৭৪৪ জন। সর্বশেষ ২ হাজার ৭৫১ মৃত্যুর মধ্য দিয়ে সরকারি হিসেবে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৪৫।

দেশটিতে এখন পর্যন্ত সারে ৪১ লাখেরও বেশি মানুষের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৮ লাখেরও বেশি মানুষের করোনা পজিটিভ এসেছে। শেষ ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪০ হাজার মানুষের।

এদিকে বিশ্ব ব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৪৫ জন। মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ৬১৯ জন।

Scroll to Top