করোনায় বিশ্বজুড়ে মৃত্যর সংখ্যা কমেছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি অনেকটা কমেছে। আশার কথা, ২৪ ঘণ্টায় ৫ হাজারের মতো মৃত্যু রেকর্ড করেছে, জন হপকিন্স করোনাভাইরাস রিসার্চ সেন্টার।

গেলো সপ্তাহজুড়ে এ সংখ্যা ছিলো গড়ে ৭ হাজারের বেশি। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড নাইন্টিন সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন দেড় হাজারের বেশি; নতুনভাবে সাড়ে ২৫ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি।

রবিবার প্রাণহানির দিক থেকে ২০ হাজারের কোঠা পেরুলো স্পেন; দেশটিতে একদিনে ৪শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের শীর্ষ দেশগুলোয় কমে এসেছে মৃত্যুহার; রবিবার মারা গেছেন ১৭শ’র বেশি।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ।

Scroll to Top