সৌদি আরবে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ঈদের নামাজও ঘরে আদায় করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটি গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আল-শেখ এ আহ্বান জানান। এর আগে দেশটিতে আসন্ন রমজানে তারাবি নামাজ বাড়িতে আদায় করতে বলা হয়।
দেশটির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আল-শেখ এমন পরামর্শ দিয়েছেন।
শেখ আবদুল আজিজ বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে মসজিদে রমজানের তারাবি আদায় সম্ভব না হলে তা বাড়িতে আদায় করা যেতে পারে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
গত মাসের মাঝামাঝি সৌদিতে মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ আদায়ের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। পবিত্র মদিনায় মসজিদে নববিতে ইফতার বিতরণের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পবিত্র হজ নিয়েও এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শুক্রবার পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৮০ এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের।