নিউইয়র্কে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়ালো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লকডাউনের মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর এন্ড্রু ক্যুমো। বৃহস্পতিবার ক্যুমো নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। লকডাউনের সময় ও নিয়ম কানুন নিয়ে আলোচনা করেন তিনি।

গভর্নর হাসপাতাল ও আইসিইউতে রোগী ভর্তি কমছে বলে বৃহস্পতিবার উল্লেখ করেন। প্রতিদিনের ব্রিফিংকালে কোমো বলেন, ‘আমি লক্ষ্য করছি যে আক্রান্তের হার অনেক কমে গেছে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আরো ৬০৬ জন মারা গেছে। বিগত ১০ দিনের মধ্যে প্রাত্যহিক হিসাবে এ সংখ্যা সর্বনিম্ন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬১৭ জন। করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ২৩২ জন।

Scroll to Top