ফরাসি রণতরী শার্ল দ্য গলের সাড়ে ৬০০-এর বেশি নাবিক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চার্লস ডি গলের এই রণতরীটি ইরাক ও সিরিয়ায় আইএসআইএস দমনে ন্যাটোর অনুশীলনের অংশ হিসেবে আটলান্টিকে অপারেশন কামালের মহড়ায় মোতায়েন করা হয়েছে। রণতরীটি ২ হাজারের মতো নাবিক ধারণ করে। তবে বর্তমানে এতে ১ হাজার ৭৬৭ জন নাবিক রয়েছেন। যাদের সবার করোনা পরীক্ষা করা হয়। যাদের ৬৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩১ নাবিককে দেশটির টুলনে অবস্থিত সেন্ট আন্নে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আটলান্টিক মহাসাগরে মোতায়েনকৃত শার্ল দ্য গলের বেশ কয়েকজন নাবিকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর গত সপ্তাহে ফ্রান্সের উপকূলে ভেড়ানো হয় এই রণতরী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিমান, অস্ত্রসহ পুরো রণতরী জীবাণুমুক্ত করা হয়েছে।